ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে বিএনপি নেতাদের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এখন বলবো বিএনপির নেতারা যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান, সেদিন বিশ্বাস করবো আপনারা সত্যি ভারতীয় শাড়ি বর্জন করলেন। “ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে”😀 প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এরকম কথা বলছেন আমাদের কিছু সিনিয়র লিডার। তবে আমি আবারো প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই –
যে দেশ ভোট ডাকাত, দখলদার সরকারকে প্রকাশ্যে সমর্থন করে সেই দেশের পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত। ২০১৪ সালে পার্শ্ববর্তী দেশের কূটনীতিক এসে ভোটারবিহীন সরকারকে প্রকাশ্যে সমর্থন দিয়ে গেলো, ২০১৮ সালে রাতে ভোট হলো—সেই নির্বাচনকেও তারা স্বীকৃতি দিলো। এবার ২০২৪ সালে এত বড় একটা ডামি নির্বাচন হয়ে গেলো, তারপরও প্রকাশ্যে তারা বলছেন— ‘আমরা এই সরকারের পাশে আছি।’ যারা একটি ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থন করে, সেই দেশের পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত, তাদের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, আমরা সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করি।
ড. ওয়াজেদ মিয়া আজ জীবিত থাকলে মিয়া হাসিনার ভারতীয় শাড়িগুলো ঠিকই পুড়িয়ে ফেলতেন।
-সামছুল আলম জাবেদ
রাজনৈতিক কর্মী ও ব্লগার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি