শেখ হাসিনার প্রহসনের নির্বাচন রুখে দিতে প্রাণ দিলেন শামীম মোল্লা

দেশের সব সংবাদপত্রে আজ একই খবর – “আজ শনিবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় শামীম মোল্লা গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান শামীম। নিহত শামীম মোল্লা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। তার বাবার নাম ইউসুফ মোল্লা।”

ভাবতে কান্না আসে আমরা এক অমূল্য সম্পদ হারালাম আজ। তিনি হয়তো তার এই পরিণতি ১০ দিন আগেই বুঝতে পেরেছিলেন তাইতো লিখেছিলেন – “আপনারা যারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় মহাসমাবেশে আসবেন তারা সতর্ক থাকবেন – বায়তুল মোকাররমে ২৮শে অক্টোবর আওয়ামী লীগের পাল্টা সমাবেশে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর গুন্ডা বাহিনী ও শেখ হাসিনার গোলাম পুলিশ বাহিনী বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটসহ সচিবালয়, পুরনো পল্টন মোড়, এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় আওয়ামী কুত্তা লীগের নেতাকর্মী ও গুন্ডারা তাদের গোলাম পুলিশ বাহিনী নিয়ে আমাদের নেতা কর্মীর উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।“

আমি আজ তার সুরে সুর মিলিয়ে বলতে চাই – ”সহযোদ্ধারা ভয় পাবেন না – আমরা সব জিয়ার সৈনিক এক হবো, শেখ হাসিনার পতন নিশ্চিত করবো। বাংলাদেশ জিন্দাবাদ!“

 

-সামছুল আলম জাবেদ
রাজনৈতিক কর্মী

Scroll to Top