বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী ভাই বিষয়টি আমাদের জানান। তিনি জানান, মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি শামীম মোল্লা ভাই শহীদ হয়েছেন। কাল ২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশে কার্যালয়ের সামনে পুলিশ তাকে গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা তাকে মৃত বলে ঘোষনা করে।
কাল শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করছে আমাদের বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলি। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।শামীম মোল্লা সমাবেশের অন্যতম সংগঠক যিনি আমাদের এই ব্লগ-সাইটে গত ১৮ অক্টোবর বিএনপি’র সকল সহযুদ্ধাদের জন্য একটি বিশেষ সতর্ক বার্তা লিখেছিলেন।
তিনি যা ধারণা করেছিলেন ঠিক তা-ই হয়েছিল কালকের সমাবেশে। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা পুলিশের সহায়তায় বিএনপি’র শান্তিকামী নেতাকর্মীদের উপর হামলা চালায়। তাদের সহোযোগিতা করার জন্য তাদের গোপালগঞ্জী পুলিশ গুলি চালিয়ে আমাদের সাহসী ভাই শামীম মোল্লাকে নিহত করে এবং অসংখ্য নেতাকর্মীদের আহত করে।
-জুনেদুল মান্না
বিএনপি পন্থী রাজনীতিবিদ ও লেখক