এ অর্জন গর্বের

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিয়াপ্যাসিফিক অঞ্চলের উদারপন্থী রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক প্লাটফরম এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন (APDU) এর প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিশহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন করা হয়। উল্লেখ মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৬ ও ৭ ডিসেম্বর ২০২২ ইং ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এর কাউন্সিল সভায় আমি বিএনপি’র প্রতিনিধিত্ব করি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে।

কাউন্সিল সভায় আমি আমার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলন বিষয়ে বিএনপি ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেছি। সম্মেলনে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।

-আমির খসরু মাহমুদ চৌধুরী
জাতীয় স্থায়ী কমিটির সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

Scroll to Top